স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত রাত ৩ টার দিকে মাধবপুর থানাধীন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই সাকিনস্থ জনৈক মোঃ কবির হোসেন এর টিন সেডের কাঁচা বসত ঘরে অভিযান চালায়। এ সময় ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত জাকির হোসেনের পুত্র।
পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।