স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ধর্মঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় দেশের নামকরা এবং বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে গতকাল শনিবার বিকালে বর্নাঢ্য আয়োজনে সরকারী ধর্মঘর সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিষয়ক সম্পাদক জনাব ইদ্রিস আলী দুলা মিয়া সাহেব। খেলায় ইয়াং ব্রাদার্স বিজয় নগর ফুটবল একাদশ এবং সমন ফুটবল স্পোর্টিং ক্লাব দেবপুর এর মধ্যে লড়াই হয়। দীর্ঘ ৯০ মিনিটের দুর্দান্ত খেলায় ইয়াং ব্রাদার্স বিজয় নগর ফুটবল একাদশ ২-০ গোলে সুমন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। এই বিশেষ খেলার আয়োজনে বিদেশী খেলোয়ার এবং মনোমুগ্ধকর এ খেলা দেখতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভীড় করে হাজার হাজার ক্রীড়া মোদী দর্শকরা। খেলে শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪ বারের সফল চেয়ারম্যান সৈয়দ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক হাজী এনাম, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান জেবু, জেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান সিতু, জেলা যুবদলের সাবেক সদস্য ও সাংবাদিক কাওছার আহমেদ, সাবেক জেলা বিএনপির সদস্য সৈয়দ রিয়াজ, সাবেক হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ, জেলা যুবদলের সাবেক সদস্য এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শামসুল ইসলাম কামাল, মাধবপুর উলজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লা, ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, ১নং ধর্মঘর ইউনিয়ন যুবদলের সভাপতি জামশেদ আলী,ধর্মঘর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি নাহিদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শাহিনুর রহমান জাকু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমীন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক সদস্য সাবিদ, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মন্টি, ছাত্রদল নেতা আলাউদ্দিন জুয়েল, ছাত্রদল নেতা নিয়াজ মোহাম্মদ রাহুল, ছাত্রদল নেতা আবু হানিফ রনি, ছাত্রদল নেতা আবু নাসের আসিফ, ছাত্রদল নেতা আকিকুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মঈন উদ্দিন, ছাত্রদল নেতা তনয় ও জেলা উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত রাখতে এবং মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।