স্টাফ রিপোর্টার ॥ আসছে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গা পূজায় সম্ভাবনাময় তরুণ গীতিকার বানিয়াচঙ্গের কৃতি সন্তান আর আই মন্জু’র কথায় ও বাংলা গানের আরেক প্রগতি শীল সংগীত পরিচালক, যিনি ইতি মধ্যে বাংলাদেশের বাংলা গানকে বিশ্ব দরবারে পরিচিতি দেবার কাজ করে যাচ্ছেন প্রতিনিয়তই রাজন সাহা সুরও সংগীতে নজরবন্দি শিরোনামে অডিও অ্যালবামটি বাজারে আসছে অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। এই প্রসঙ্গে গীতিকার আর আই মন্জু বলেন, বাংলা গানকে অনেক দূরে নিয়ে যেতে চাই। নজর বন্দি অ্যামবামটি সবার নজরবন্দি হয়ে থাকবে আশা করি। তিনি বলেন, ইতি পূর্বে আমার আরো ৩টি মিক্স অ্যালবাম বাজারে এসেছে। ঝিরি ঝিরি বৃষ্টি, প্রথম ছোঁয়া, অনলি রিচি সবগুলোতেই আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। এছাড়াও আরো বেশ কয়েকটি মিক্স অ্যালবাম বাজারে আসার সম্ভবনা রয়েছে।
আপনাদের অনুপ্রেরনায় ও ভালবাসাতে নজর বন্দি’র জন্ম। নজর বন্দি অ্যামবামটি সবার নজর বন্দি হয়ে থাকবে আশা করি। আপনাদের ভালবাসা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে ও আরো ভালো ভালো গান উপহার দিতে পারবো। এজন্য আমি হবিগঞ্জসহ দেশবাসী দোওয়া, আর্শিবাদ ও সহযোগীতা কামনা করছি। পাশাপাশি সুরকার রাজন সাহা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতাকে অডিও বাজারের দুরবস্থায় এমন একটি অ্যামবাম একটি ব্যতিক্রমধর্মী অ্যালবাম বের করার জন্য জানাই আন্তরক অভিনন্দন। নজরবন্দি অ্যালবামের নজরবন্দি গানটি গেয়েছেন লালন কন্যাখ্যাত কোজ আপ ওয়ান তারকা বিউটি। অন্যান্য শিল্পীদের মধ্যে গান গেয়েছেন সোহেল মেহেদী, রাফাত, লুৎফুর হাসান, রোমেল, ইভা, বেলী ও পিষ্কি।