স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচাঁন চা-বাগানের কদমটিলা নিয়ন সাওতালের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। যার মুল্য অনুমান ১ লাখ টাকা। তবে এসব মালামালের সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। গতকাল শনিবার দুপুরে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।