স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কাচামাল হাটা পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। গতকাল শনিবার বেলা ১২ টায় কাচামাল হাটা পৌছান। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ। প্রশাসক ব্যবাসায়ী ও ইজারাদার পক্ষের লোকজনের সাথে কথা বলেন। কাচামাল বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রশাসক বাজারের সমস্যা সমাধানে এবং এর কার্যক্রম একটি সুষ্টু ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য সকল পক্ষের বক্তব্য লিখিতকারে পৌরসভায় দাখিলের পরার্মশ দেন।