বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের দাউদপুরে হামলা ও সংঘর্ষে আহত ২০ ॥ ঘরবাড়ি দোকান ভাংচুর, লুটপাট! মাধবপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার হবিগঞ্জে সুরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট প্রচার ॥ টিকটকার মুক্তা ও ইব্রাহিম এর বিরুদ্ধে মামলা জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন গাজায় মুসলমানদের মুক্তি কামনায় হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের দোয়া মাহফিল জেলা বিএনপির পান্তা উৎসবে জি কে গউছ আওয়ামীলীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শচীন্দ্র কলেজে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ উদ্যাপন আনন্দ শোভাযাত্রা ও দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ষবরণ নবীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ উৎসব ও শোভাযাত্রা হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের ১৩ লাখ ৩ হাজার ২শ টাকার পৌরকর পরিশোধ

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে ব্যবসায়ীদের পাশে থাকবে

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে ব্যবসায়ীদের পাশে থাকবে। তবে ব্যবসায়ীদেরকেও নীতি নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা করতে হবে। বিএনপি কোনো অন্যায়ের সাথে থাকবে না। ব্যবসায়ীদের যে কোনো ন্যায্য দাবীর সাথে বিএনপিকে পাশে পাবে। বিএনপি ন্যায়ের পে কাজ করবে। তিনি গতকাল শুক্রবার রাতে নিজ বাসায় হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- আমাদেরকে হবিগঞ্জে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। হবিগঞ্জে কোনো ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে তিনি কোন ধর্মের তা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। যে কোনো ন্যায় সঙ্গত কাজে আমাকে পাশে পাবেন।
তিনি বলেন- বিএনপি সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট যখন চালু করলেন, তখন আওয়ামীলীগ হরতার অবরোধ করে প্রচন্ড বিরোধীতা করেছিল। অথচ এখন রাষ্ট্রের মূল অর্থনীতিই হচ্ছে ভ্যাট। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাটকে আরও সম্প্রসারিত করেছে।
সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, বস্ত্র মালিক সমিতির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক মিহির লাল দাস সবুজ, মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, ডাঃ বঙ্গ বিহারী দুলু, বিজন বিহারী ভৌমিক, হাজী আব্দুস সালাম, নাসির উদ্দিন, মুজিবুর রহমান, মিদুল দাস, সৌরভ বণিক, রনজয় ঘোষ, বজলু মিয়া, সুমন মৃধা, শহিদুল হক লিমন, মোঃ জনি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com