স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে ১১ এপ্রিল জুমার খুৎবায় মাওলানা আব্দুর রহমান সেলিম বলেছেন- ইসরাইল একটি অভিশপ্ত জাতী। তারা আল্লাহর লানত প্রাপ্ত জাতী। ফিলিস্তিনের শিশু মহিলা ও সাধারণ মানুষের উপর তাদের নির্যাতন পুরো বিশ্বকে অবাক করেছে। আমেরিকা তাদের অন্যতম সহযোগি। বাংলাদেশের আলেম সমাজ একমত পোষন করেছেন যে, ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে এবং ফিলিস্তিনবাসীদের প্রতি সহমর্মিতার অংশ হিসাবে ইসরাইলী পণ্য বর্জন করতে হবে। আমরা যারা ইসরাইলী পণ্য বর্জন করব আমাদের ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করে মাওলানা আব্দুর রহমান জানান- একদিন রাতের বেলায় তিনি শহরের একটি দোকানে গিয়েছেন, এক হিন্দু ভদ্র লোক ওই দোকানদের কাছে একটি ঠান্ডা পানীয় চাইলেন। দোকানদার হিন্দু ভদ্রলোককে একটি সেভেন আপ দিলেন, সাথে সাথে হিন্দু ভদ্র লোক বললেন- সেভেন আপ তো ইসরাইলী পণ্য, আমাদের দেশীয় ঠান্ডা পানীয় মজু বা অন্য কিছু আছে কি না, দোকানদার হিন্দু ভদ্রলোককে একটি মজু দিলেন। হিন্দ ভদ্র লোক বলতে লাগলেন- ইসরাইল বোমা মেরে শিশুদের হত্যা করছে, নারীদের হত্যা করছে, সর্বোপুরি মানুষ হত্যা করছে, কোন ধর্মের লোক মারল সেটা বিষয় না, মানুষ হত্যা করছে কি না সেটা বিষয়। কাজেই যারা মানুষ হত্যা করে তাদের লাভের জন্য তাদের পণ্য আমি কিনতে পারি না। মাওলানা আব্দুর রহমান বলেন-ইসরাইলী পণ্য কিনার আগে এসব বিষয় চিন্তায় নিয়ে আসবেন। ইসরাইলী পণ্য না কিনলে মানুষ মরবে না, কিন্তু কিনলে আপনি হত্যাকারীদেরকে সমর্থন দিলেন। ইসরাইলী পণ্য বর্জন আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, কবরের শাস্তি থেকে মুক্তির উসিলা হতে পারে। বিষয়টি ছোট করে কেউ দেখবেন না। তিনি সকলকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এবং ফিলিস্তিনীদের প্রতি সহমর্মী হওয়ার আহবান জানান।