বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের দাউদপুরে হামলা ও সংঘর্ষে আহত ২০ ॥ ঘরবাড়ি দোকান ভাংচুর, লুটপাট! মাধবপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার হবিগঞ্জে সুরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট প্রচার ॥ টিকটকার মুক্তা ও ইব্রাহিম এর বিরুদ্ধে মামলা জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন গাজায় মুসলমানদের মুক্তি কামনায় হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের দোয়া মাহফিল জেলা বিএনপির পান্তা উৎসবে জি কে গউছ আওয়ামীলীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শচীন্দ্র কলেজে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ উদ্যাপন আনন্দ শোভাযাত্রা ও দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ষবরণ নবীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ উৎসব ও শোভাযাত্রা হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের ১৩ লাখ ৩ হাজার ২শ টাকার পৌরকর পরিশোধ

জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বৃত্ত অর্থ স্কুলে সৌর বিদ্যুৎ স্থাপন ও মুক্তমঞ্চ নির্মাণে ব্যয়ের সিদ্ধান্ত

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠানে উদ্বৃত্ত অর্থ স্কুলে সৌর বিদ্যুৎ স্থাপন ও একটি শতবর্ষ মুক্তমঞ্চ নির্মাণে ব্যয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় স্কুল কমনরুমে অনুষ্ঠিত পূণর্মিলনী উদযাপন পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও পূণর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রাক্তন পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থাপিত আয়-ব্যায়ের হিসাবের উপর আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোতাব্বির হোসেন, অর্থ উপ-কমিটির আহবায়ক মোঃ নূরুল ইসলাম, সাজসজ্জা ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক জি কে মওলা, সদস্য সচিব মোঃ নূরুল হক কবির, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক এম জি মোহিত, সদস্য সচিব মোঃ বাবুল মিয়া, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক শেখ ওসমান গণি রুমি, সদস্য সচিব যাইদুর রহমান সৌরভ, প্রচার উপ-কমিটির সদস্য সচিব সাইফুর রহমান তারেক, প্রাক্তন শিক্ষার্থী ডাঃ কামরুল হাসান চৌধুরী, আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া, মোহাম্মদ মাসুদ মিয়া, মোঃ রায়হান, রোটারিয়ান মোঃ রবিন চৌধুরী, কামরুজ্জামান রাজিন, আবু নাছের মোঃ সামি, আরিফুল রিফাত, রাজিন আহমেদ, কাজী ইকবাল প্রমূখ।
বিস্তারিত আলোচনা শেষে কন্ঠভোটে ও সকলের সম্মতিতে আয়-ব্যয়ের হিসাব গৃহীত হয়। এছাড়া স্কুলের সৌর বিদ্যুৎ স্থাপন ও একটি শতবর্ষ মুক্তমঞ্চ নির্মাণে ব্যয়ের পর আরও অর্থ বেঁচে গেলে তা এলামনাই এসোসিয়েশনের হিসাবে স্থানান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আয়-ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট সকলের জন্য আগামী এক মাস উন্মুক্ত থাকবে। পরবর্তিতে মূল বিলসমূহ এলামনাই এসোসিয়েশন ও এর ছায়ালিপি প্রধান শিক্ষকের কাছে জমা দেয়া হবে। উল্লেখ্য গত, ২২ ফেব্রুয়ারী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের কৃতিসন্তান ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভা পদত্যাগকারী মেয়র ও প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ এর পরিচালনা (এডহক) কমিটির সভাপতি অধ্যাপক মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন শতবর্ষ পূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পূণর্মিলন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ও প্রাক্তন পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু।
খেলার মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল, সালমা আক্তার, সৈয়দ আশিকুর রহমান, শারমিন, বাঁধন মোদকসহ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ। ছিল জনপ্রিয় ব্যান্ড বাগধারার পরিবশনে ব্যান্ড শো। যা স্মরণকালের ইতিহাসে বৃহত্তর সিলেটের মধ্যে অন্যতম বৃহৎ সাঙ্গস্কৃতিক অনুষ্ঠান। সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি লক্ষাধিক দর্শক উপভোগ করেন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত শতাব্দীর পদচিহ্ন শীর্ষক স্মরণিকায় বানী প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ঢাকার বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, উদ্বোধক আলহাজ্ব জি কে গউছ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ এর পরিচালনা (এডহক) কমিটির সভাপতি অধ্যাপক মোঃ হারুন মিয়া, হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com