স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। চুনারুঘাট পৌর বিএনপির হোসেন আহমেদ রাজন, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান নাজির, জেলা ওলামাদলের সাবেক আহ্বায়ক এডভোকেট এম এ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস নুরী, ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, এম জি মোহিত, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, নাজিম উদ্দিন শামছু, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এডভোকেট মীর সিরাজ, শামছুল ইসলাম মতিন, আবু তাহের, ইঞ্জিনিয়ার করিম সরকার, ফজলুল হক, দিদার হোসেন, এডভোকেট এস এম বজলুর রহমান, মফিজুর রহমান বা”চু, এডভোকেট মুদ্দত আহমেদ, আজম উদ্দিন, এস এম মানিক, এডভোকেট আফজাল হোসেন, মুজিবুর রহমান, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, মর্তুজা আহমেদ রিপন, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, শাহ রাজীব আহমেদ রিংগন, মিজানুর রহমান চৌধুরী, আলী হোসেন সোহাগ, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ফারুক আহমেদ, মৌলানা সাইদুর রহমান, মাওলানা মহিউদ্দিন, গোলাম মাহবুব, মোজাক্কির হোসেন প্রমুথ।