স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। জানা যায়, ওই গ্রামের হেলাল মিয়ার পুত্র লায়েছ মিয়ার সাথে সিরাজ মিয়ার পুত্র শাহ্ আলমের গাছ কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পুলিশ ও স্থানীয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় লায়েছ মিয়া, তার পিতা হেলাল মিয়া, শাহ আলম, মুহিবুর রহমানসহ অন্যদেরকে বামৈ স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।