স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে জজ মিয়ার বাড়িতে শ্যামল মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বারা পইত গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে ওই গ্রামের জজ মিয়ার বাড়িতে কাজ করতে যায়। এ সময় সে ছাদ থেকে নিচে পড়ে যায়। মজিদ মিয়ার পুত্র শের আলী, মাসুক মিয়া তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।