স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাবরেজিস্ট্রার অফিসের নকল নবীশ মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হয়েছে। তিনি লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামের মৃত বজলু রহমানের পুত্র ও শহরের অনন্তপুর এলাকার জহুর আলী পেশকারের ভাড়াটিয়া। বিচারক মামলা আমলে নিয়ে মাসুমের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার বিবরণে জানা যায়, মাসুম নকল নবীশের পাশাপাশি ২নং পুল সানাই কমিউনিটি সেন্টারে তানহা কনফেকশনারী এন্ড ভেরাইটিজ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এ সুবাদে পশ্চিম ভাদৈ গ্রামের মৃত কাজী নায়েব আলীর পুত্র পুলিশ সদস্য কাজী আব্দুল আওয়ালের সাথে সুসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মাসুম আওয়ালের কাছ থেকে ১ মাসের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা কর্জ নেয়। কিন্তু টাকা না দিয়ে আত্মসাত করেন। টাকা নেয়ার সময় একটি চেক প্রদান করা হয়। পরবর্তীতে বুঝতে পারে প্রতারণার মাধ্যমে তার টাকা আত্মসাত করা হয়েছে। এ বিষয়ে তিনি গত ৭ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।