স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল হান্নান চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুল নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরামহীনভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আব্দুল হান্নান চৌধুরী ২৯২ ভোট পেয়ে বিজয়ী, সামছুল হক-১ পান ২২৮ ভোট, সহ-সভাপতি পদে মোঃ মুদ্দত আলী ১৯৫ ভোট পেয়ে বিজয়ী, মনিরুল ইসলাম ও মোঃ নুরুল হক পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন চৌধুরী বকুল ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোঃ জসিম উদ্দিন-৩ পান ১৭৬ ভোট, রহমত এলাহী পান ৫৮ ভোট, মনমোহন দেবনাথ ২৩ ভোট। যুগ্ম সম্পাদক দেওয়ানী শাখা আব্দুল মুনতাকিম চৌধুরী ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মোঃ মইনুল ইসলাম ২০৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক ফৌজদারী শাখার আব্দুল মতিন ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হন, এ জে জালাল আহমেদ পান ২১৪ ভোট। লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রহিম ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, জালাল আহমেদ পান ১৮৮ ভোট। ক্রিড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মোঃ লেলিনুজ্জামান ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হন, গাউছ আলম খান পান ১৯৫ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আমিনা বেগম, সিনিয়র সদস্য মোঃ সেলিম চৌধুরী, নুরুল ইসলাম, মিজানুর রহমান-১, কামাল উদ্দিন সেলিম বিজয়ী হন। জুনিয়র সদস্য পদে এনামুল হক সেলিম, আফজাল হোসেন ও তারেক রহমান শাওন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী।