শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

গাজায় গণহত্যার দৃশ্য দেখে সারা বিশ্বের মুসলমান মর্মাহত-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- একটি গণতান্ত্রিক দেশে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন মতের মানুষ বসবাস করবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আওয়ামীলীগ মুখে গণতন্ত্র বললেও অন্তরে বিশ্বাস করতো না। আওয়ামীলীগ আমাদের উপর এতটা জুলুম করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিনি। আওয়ামীলীগের মিথ্যা মামলায় মাসের পর মাস, বছরের পর বছর কারাভোগ করেছি। আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে, আর মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে।
তিনি গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নে সুলতানশী খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগ শত চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অনেক মিথ্যা স্বাক্ষি দাঁড় করিয়েছে, কিন্তু একদিনের জন্যও কোনো মামলায় আমাকে সাজা দিতে পারে নাই। আমি সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল মানুষ।
তিনি বলেন- যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুব সমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। জি কে গউছ বলেন- সারা বিশ্বের মুসলমান আজ মর্মাহত। বিশ্ববাসীর হৃদয়ে রক্তকরণ হচ্ছে ফিলিস্তিনের গাজায় গণহত্যার দৃশ্য দেখে। বিশ্ববাসী যেমন প্রতিবাদমুখর, তেমনি বাংলাদেশের মানুষও প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমেছে। আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরজতের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা নাসিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়রসহ সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, এডভোকেট মইনুল হাসান দুলাল, মিজানুর রহমান সুমন, রবিউল ইসলম রবি, নজরুল ইসলাম কাওছার, আলমগীর হোসাইন, আবু ছালেক, আমিন শাহ, এডভোকেট সুজন, মেহেদি হাসান লিটন, আব্দুল কাইয়ুম, হাসন আলী, আছই মিয়া, আব্দুল মতিন, ফজলু মিয়া, কাওছার মিয়া, শামীম মিয়া, হাফেজ দুলাল, শাহবুর রহমান শাহিন, আবুল হাসান মজিদ, সাজু মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com