নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের ফ্রান্স প্রবাসীর ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহমান আজিজের মাতা আনোয়ারা বেগমের মালিকানা জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে জানা যায়, উল্লেখিত মহিলার মালিকানা শস্তিপুর মৌজার ৩৩৪৭ দাগের খতিয়ান নং ১৩৬১ জেল নং ২৩ এর ১৩ শতক ভূমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার শাহজান সাজু, মদরিছ মিয়া ও মকলিছ মিয়া গংদের বিরুদ্ধে। খবর পেয়ে আনোয়ারা বেগম তার জমি দখল করতে বাঁধা দিলে তাকে ও তার সাথে থাকা লোকজনকে জায়গা থেকে সরে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে আনোয়ার মিয়া নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রুহুল আমিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে ইউনিয়ন তহশিলদার আশরাফুল ইসলাম তারেক ও ইনাতগঞ্জ ফাঁড়ির এএস আই সৌরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে মহিলার তথ্যের ঘটনা সত্যতা পেয়ে কাজ বন্ধ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আগামীকাল উপজেলায় যাওয়ার জন্য আহ্বান করেন।