নবীগঞ্জ প্রতিনিধি ॥ গাজায় গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় নবীগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহরের মালিক টাওয়ারের সামন থেকে শুরু করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, নতুন বাজার গাজীরটেক মোড় হয়ে শেরপুর রোডস্থ বাংলা টাউেেন সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। সভায়, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলিফ উদ্দিন, পৌর কৃষকদলের সদস্য সচিব, সুমন রানা, ৯নং বাউসা ইউনিয়ন বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা বশির আহমেদ তুষার, জুনু আহমেদ, শামীম খান, মুজাম্মিল চৌধুরী, হোসাইন আহমেদ জিহাদ, শেখ নাঈম, কলেজ ছাত্রদল নেতা, আলী হোসেন চৌধুরী, কামরুল চৌধুরী, শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।