শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

শায়েস্তাগঞ্জের ১৫০০ কার্ডধারী টিসিবির পণ্য থেকে বঞ্চিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫০ জন টিসিবি ফ্যামেলি নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় সুবিধাভোগীরা পণ্য ক্রয় করতে পারছেন না চার মাস ধরে। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে টিসিবি ফ্যামেলি স্মার্ট কার্ড পেলেও শায়েস্তাগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ অবহেলা কারণে এখন পর্যন্ত পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১ হাজার ৫০ জনের টিসিবি ফ্যামেলি নতুন স্মার্ট কার্ড সুবিধাভোগীদের হাতে পৌঁছেনি। সুবিধাভোগীরা টিসিবি নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় ডিলারের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারছে না।
সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর সভায় ৯টি ওয়ার্ডে টিসিবি ফ্যামেলি পুরাতন কার্ডধারী ২ হাজার ১৫৭ জনের মধ্যে টিসিবি নতুন স্মার্ট কার্ড সরবরাহ করা হয় ১ হাজার ৫০ জনকে দেওয়া হয়। বাকি ৯টি ওয়ার্ডে ১ হাজার ৫০ জনের এখন পর্যন্ত টিসিবি ফ্যামেলি স্মার্ট কার্ডধারীদের হাতে পৌঁছেনি। প্রতিদিন টিসিবি নতুন স্মার্ট কার্ড না পাওয়ায় পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগাযোগ করা হলেও তারা আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে ধীরে ধীরে আসবে টিসিবি নতুন স্মার্ট কার্ড। যখন আসবে ফোন দিয়ে জানানো হবে।
এদিকে পৌর সভা সহকারী ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মো. আতাউর রহমান বলেন, টিসিবি ফ্যামেলি পুরাতন কার্ড যাচাই-বাছাই করে আমরা পাঠিয়েছি। টিসিবি ফ্যামেলি পুরাতন কার্ডধারীরা পৌরসভায় টিসিবি পুরাতন কার্ড, এনআইডি ফটোকপি ও মোবাইল নম্বর জমা দিয়ে আসছে। কোনো লোকের টিসিবি নতুন স্মার্ট কার্ড পেয়ে টিসিবি পণ্য ক্রয় করে নিচ্ছে। পৌরসভা সহকারী মো. আতাউর রহমান আরো বলেন, আমার ৪নং ওয়ার্ডসহ পৌর অনেক ওয়ার্ডে নতুন টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। সারাদেশে টিসিবি নতুন স্মার্ট কার্ড প্রসেসিং কাজ চলছে কিন্তু ধাপে ধাপে আসবে। এই টিসিবি ফ্যামেলি পুরাতন কার্ডের পরিবর্তে নতুন স্মার্ট কার্ডগুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ন্ত্রণ করে থাকে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সিলেট বিভাগীয় কার্যালয় মৌলভীবাজার শেরপুর বাজার (এলএসডি খাদ্য গুদাম) এলাকায় সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, যতগুলো টিসিবি ফ্যামেলি নতুন স্মার্ট কার্ড তৈরি হয়েছে, ততোগুলো বরাদ্দ আমরা পেয়েছি। অনেক সময় পৌর সভা বা ইউনিয়নের টিসিবি ফ্যামেলী কার্ড ভুলক্রটি আছে কিন্তু সমস্যা হয়েছে। যাক এ গুলো আবারো সংশোধন করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার বাকি টিসিবি নতুন স্মার্টকার্ড পৌর সভা বা ইউনিয়ন থেকে আপলোড দিতে বলা হয়েছিল। আবার কেউ কেউ সরকারি আইডি থেকে না পাঠিয়ে ব্যক্তিগত আইডি থেকে আপলোড করে পাঠানো কারণে অনেক সমস্যা দেখা দেওয়ায় দেরি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com