স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোপূর্বে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বিরামহীনভাবে সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ হবে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে আইনশৃংখলার সদস্যরাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নজর রাখবেন।