স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামি চেরাগ আলী ওরফে কাওসার (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওসি আলমগীর কবিরের নির্দেশে এসআই সাইফুল ইসলাম ও তাওহীদ মিয়াসহ পুলিশ জঙ্গল বহুলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, চেরাগ আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে লুঙ্গি পড়ে মোটর সাইকেলযোগে ভ্রাম্যমানভাবে ইয়াবা বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকের ডজনখানেক মামলা আছে। এর মধ্যে একটি মামলায় ১ বছরের সাজা রয়েছে। সে ওই গ্রামের মৃত হিলাল উদ্দিনের পুত্র। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।