বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্যারিস্টার সুমনের জামিন নাকচ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের এমন আদেশে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সুমন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩২৩ ধারার মামলায় পাঁচ মাস ধরে জামিন পাই না। আমি বৈষম্যের শিকার। সোমবার (৭ এপ্রিল) বিকেলে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতে জামিন নাকচ হলে তিনি এই মন্তব্য করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। হাজিরা শেষে বিকেল সোয়া চারটায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে চারটার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশিয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন। পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে চুনারুঘাটের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com