বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মা, ফুফু ও ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের কেলি-কানাইপুর গ্রামে মা, ফুফু ও ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়- গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় একই পরিবারের মা ও ছেলের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ বাঁধে। এনিয়ে গত ৫ এপ্রিল রবিবার কেলি-কনাইপুর গ্রামের রাজন মিয়ার স্ত্রী সালমা আক্তার একই গ্রামের লালু মিয়ার পুত্র শাকিল মিয়া, লালু মিয়ার স্ত্রী সালেমুন বিবি, আব্দুল মোছাব্বির এর স্ত্রী লালন বিবির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এদিকে এ ঘটনায় অভিযোগকারী সালমা আক্তারের ভাই সৌদি আরব প্রবাসী ছালিক মিয়া পড়েছেন নানান সমস্যায়। এক পর্যায়ে ঘটনার তারিখ ও সময়ে বসত বাড়ি ছেড়ে দেয়ার জন্য ৩নং বিবাদী লালন বিবির হুকুমে ১ ও ২নং বিবাদী যথাক্রমে শাকিল মিয়া ও সালেমুন বিবি অকথ্য ভাষায় গালি গালাজ করে সালমা আক্তারকে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। বিবাদীদের এহেন আচরণ ও হুমকিতে সালমা আক্তার ও তার ভাই ছালিক মিয়া প্রাণভয়ে রয়েছেন বলে অভিযোগে জানিয়েছেন। বিষয়টি নিয়ে সালমা আক্তার নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য একজন অফিসারকে দায়িত্ব প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com