স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। পরে তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যার পর থেকে তিনি হবিগঞ্জ শহরেরর ইনাতাবাদে নিজ বাসায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হাজারও নেতাকর্মী তার বাাসায় জড়ো হন। রাতে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, মহিলা দল নেত্রী অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা, স্বেচ্ছাসবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর আলম, ফারুক আহমেদ, বানিয়াচং উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমূখ।