বাহুবল প্রতিনিধি ॥ গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বাহুবল উপজেলা। উপজেলার বিভিন্ন স্থানে গতকাল সোমবার দিনভর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা একই সুরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই বর্বরতায় ক্ষোভ, ঘৃণা প্রকাশ করেছেন। পাশাপাশি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নিন্দাও জানিয়েছে বিক্ষোভকারীরা।
গতকাল সোমবার বাদ আছর উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা থেকে খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা মধ্যবাজারে এক পথ সভায় মিলিত হন। খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল খালিক চলিতাতলী। বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ, প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম জাকি প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে আলেম-উলামা, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সিএনজি-টমটমসহ বিভিন্ন পরিবহণ সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার সকালে উপজেলা সদরে বাহুবল কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান, মিরপুর বাজারে সানশাইন মডেল হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিলের আয়োজন করে।