স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কৈয়াগোপী গ্রামে চপলা রাণী দাশ (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের অরবিন্দু দাশের স্ত্রী। গত রবিবার সন্ধ্যায় সকলের অগোচরে গোয়াল ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল করে গতকাল সোমবার সকালে সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সে মানসিক রোগী ছিলো। ইতোপূর্বেও সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলো।