বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ শহরে মুসলিম ইয়ুথ ক্যাম্পের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় গাজা ও রাফায় মানবাধিকার লড়ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে নবীগঞ্জ শহরের বিােভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফের ট্রাফিক পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লংঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com