স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালন শেষে আজ হবিগঞ্জ ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
আজ সোমবার বিকাল ৩টায় তিনি হবিগঞ্জ পৌছেই শায়েস্তানগর কবরস্থানে তার পিতা-মাতা সহ সকল মুর্দা গণের কবর জিয়ারত করবেন। পরে তিনি বাসায় ফিরবেন।
এরআগে আলহাজ্ব জি কে গউছ গত ২ এপ্রিল দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি দেশে ফিরেন। তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সোমবার হবিগঞ্জ ফিরবেন।
তিনি গত ৯ মার্চ ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তিনি পবিত্র কাবা শরীফে ১০ দিন ইতিকাফ করেন। উনার সাথে ছিলেন স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু।
এরপূর্বেও তিনি অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন।