বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান ॥ ২৭ কেজি ভারতীয় গাঁজা সহ পিকআপ আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২৭ কেজি ভারতীয় গাঁজা সহ একটি পিকআপ আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার তেমুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপকে থামানোর সিগন্যাল দিলে চালক পিকআপ রেখে পালিয়ে যায়। এসময় টহল দল পিকআপটিতে তল্লাশী করে সাড়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পরে পিকাপটি আটক করা হয়। পিকআপসহ গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য মাধবপুর উপজেলার সীমান্তবর্তী চৈতন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫৯ হাজার ৫ শত টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সর্বদা দায়বদ্ধ। বিজিবি চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।” তিনি বলেন, সীমান্ত এলাকাগুলোতে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্ব¡পূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com