এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ভাটি অঞ্চল বলে খ্যাত বাউসী গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক দূর্ধূষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে গৃহকর্তা লাল মিয়া ও তার স্ত্রী রিনা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, সাএড় ৫ ভরি স্বর্ণসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের লাল মিয়া ও তার স্ত্রী অবুঝ সন্তানদের নিয়ে প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত লাল মিয়ার বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা লাল মিয়া ঘুম থেকে উঠলে ডাকাত দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্ত্রী রিনা বেগম ঘুম থেকে উঠলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাদেরকে জিম্মি নগদ ৩ লাখ টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণ সহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে আহত লাল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে এসআই আরাফাত, এসআই রিপনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।