বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের হায়দারপুরে প্রেমিক খুন ॥ আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় মাসুম মিয়া (২৪) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার কাগাপাশা ইউনিয়নে। হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে ঘাতক ইমরান চৌধুরী ও কামরান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে। স্বাক্ষী হিসেবে আদালতে জবানবন্দী প্রদান করেছেন তাছলিমা চেধুরী। এ ঘটনায় নিহত মাসুম এর মা মিনারা বেগম বাদী হয়ে মোঃ ইমরান চৌধুরী, কামরান চৌধুরী, মোছাঃ তহুরা, মোঃ সাজু মিয়া, মোঃ জীবন আহমেদ এর নাম উল্লেখ পূর্বক বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বানিয়াচং থানার মামলা নং ০৩। মামলার বিবরণে জানা যায়, ৬নং কাগাপাশা ইউনিয়নের হায়দরপুর গ্রামের কৃষক কবির মিয়ার ছেলে মাসুম এর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই এলাকার সমছু মিয়া চৌধুরীর মেয়ে তাছলিমা চৌধুরীর। তাছলিমার বাবা সমছু মিয়া চৌধুরী তাদের এ সম্পর্ককে ভাল চোখে দেখেননি। এ দিকে একই এলাকার মাজু মিয়ার ছেলে সাজু মিয়াও তাছলিমার সাথে প্রেমের সম্পর্ক করতে চায়। কিন্তু তাছলিমা সাজু মিয়াকে পছন্দ করে না। এ নিয়ে মাসুম এবং সাজু মিয়ার মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। গত ৩১ মার্চ রাত অনুমানিক ১১ টা থেকে সাড়ে ১১টার দিকে হায়দরপুর সাকিনস্থ জনৈক ছিফত উল্বার বাড়ীর পাশে ব্রীজের উপর বসে মোঃ ইমরান চৌধুরী, মোঃ সাজু মিয়া, মোঃ জীবন আহমেদসহ তাদের সাথে থাকা আরো কয়েকজন মাসুমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রাত আনুমানিক ১টা ৩০ ঘটিকার সময় মোঃ জীবন আহমেদ, মোঃ ইমরান চৌধুরীর নিকট মাসুমকে হত্যা করার জন্য একটি চাকু দেয়। ভিকটিম মাসুম (২৪) কাগাপাশা বাজার বাড়ী ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছামাত্র মোঃ ইমরান চৌধুরী, মোঃ কামরান চৌধুরীসহ তাদের সাথে থাকা অপরাপর লোকজন মাসুমের উপর অর্তকিতভাবে হামলা চালায়। এ সময় কামরান চৌধুরী পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে মাসুমের মাথায় বারি মারে। পরক্ষণেই ইমরান চৌধুরী তার হাতে থাকা দাড়ালো চাকু দিয়ে মাসুমকে লক্ষ্য করে উপর্যপুরী আঘাত করতে থাকে। এতে মাসুম গুরুতর জখম হলে তার আর্তচিৎকারে মাসুমের পরিবারের লোকসহ অন্যান্য লোকজন এগিয়ে এসে রক্তান্ত আহতবস্থায় মাসুমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দিকে ঘটনার পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ ইমরান চৌধুরী, কামরান চৌধুরী, মোছাঃ তহুরা, মোঃ সাজু মিয়া, মোঃ জীবন আহমেদকে গ্রেফতার করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই রূপক কান্তি চৌধুরীকে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যে এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না পুলিশ এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com