বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে ফেইসবুকে পোস্ট নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্ব ॥ সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ছাত্রদল নেতার ফেইসবুক পোস্টের জের ধরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দু’নেতার মধ্যে সংঘর্ষের সূত্র ধরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন দিলুর গ্রুপের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাত অনুমান ৮ টায় আজমিরীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে স্বপন মিয়া (২৪) ও দিদার মিয়া (২২) সহ ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। থানার পুুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন ছাত্রদল নেতা হুমায়ূন আমীন আকাশ বৃহস্পতিবার তার ফেসবুুকে একটি স্ট্যাটাস লিখে আপলোড দেয়। বিষয়টি নজরে আসে পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাহী রহমানের। এ নিয়ে রাহীর সহিত বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে বাজারের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। উভয়পক্ষের সমর্থকদের মাঝে ইট পাটকেল বিনিময় হয়। এ সময় বাজারে ব্যবসা সহ সাধারণ লোকেদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘন্টব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আবারও সংঘর্ষের আশংখায় রয়েছে এলাকার লোকজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com