নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রুসমত উল্লাহ পুত্র মাহমুদ আলীর (৬০) মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি মৃত্যুর রহস্য উদঘাটনে অপেক্ষা করতে হবে ময়না তদন্তের রিপোর্টে পর্যন্ত। অভিযোগ উঠেছে প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শুক্রবার রাতে তার নিজ বাড়িতে মাহমুদ আলী অসুস্থ্য হন। পরে তার স্ত্রী রূপতারা ও পরিবারের লোকজন রাতে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতাল থেকে লাশ মৃত ব্যক্তির পরিবারের লোকজন গ্রহন না করায় কর্তব্যরত ডাক্তার নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গেলে মৃত ব্যক্তির সৎ ভাই রিপন, ছানু বলেন, তার ভাই মাহমুদ আলীর সাথে গত ৩১ মার্চ ঈদের দিন সকালে গ্রামের প্রতিপক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি মারা গেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন। শনিবারে ময়না তদন্তে শেষে লাশ ওই রাত সাড়ে ৮টার দিকে দাফন করা হয়।
এলাকাবাসী ও থানার সূত্রে জানা যায়, গত সোমবার ঈদের দিন সকালে বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের মৃত সাবাজ মিয়ার পুত্র মোঃ ছানু মিয়ার সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত রুসমত উল্লাহ পুত্র আওয়ামীলীগ নেতা রিপন মিয়া, করম মিয়া, ছানু মিয়া, মাহমুদ আলী, নুনু মিয়া ও রুনু মিয়া গংদের সাথে পাশাপাশি বাড়ি হওয়ার সুবাধে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। এর জের ধরে ঈদের নামায আদায় করে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ছানু মিয়ার ভাগনা আহমদ রাজুকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনা উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওই ঘটনায় স্থানীয় চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, গ্রামের বিশিষ্ট্য মুরুব্বী ফজলু মিয়াসহ অনেকই সালিশে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করলে উভয় পক্ষ সম্মতি দেয়। উভয় পক্ষের সম্মতিতে সোমবার শালিস অনুষ্ঠিত হবার কথা। এরই মাঝে গত শুক্রবার রাতে মাহমুদ আলী অসস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত মাহমুদ আলীর সৎ ভাই রিপন মিয়া জানান, আমার ভাই ঈদের জামাত শেষে বাবার কবর জিয়ারত করে বাড়ি আসার পথে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসা হয়। এর ৩ দিন পর তিনি বাড়িতে মারা যান।
ডাঃ রাশেদ খান জানান, হাসাপাতালে মাহমুদ আলীকে মৃত নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি এটা স্বাভাবিক মৃত্যু। তবে মৃত ব্যক্তির পরিবারের দাবি মাহমুদ আলী মারামারি করে আহত হওয়ার ঘটনায় তিনি মারা গেছেন। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া বুঝা যাবে না এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মাহমুদ বলেন, পিএম রিপোর্টে আসলে বলা যাবে আসলে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।
প্রাথমিক ভাবে ধারনা করছি হাট হ্যার্টাক করে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগে আমরা লাশের সুরতহাল করে লাশ মর্গে প্রেরন করি।