আবুল কাসেম, লাখাই থেকে ॥ পিএইচপি কুরআনের আলো-২০২৫ প্রতিযোগিতায় দেশসেরা হয়ে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুমকে সংবর্ধনা প্রদান করেছে লাখাই উপজেলা প্রেসক্লাব। গতকাল শনিবার সকাল ১১টায় বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংবর্ধিত হাফেজ মুহিবুল্লাহ মাসুম। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক। এতে প্রধান অতিথি ছিলেন— লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল মোতালিব খান, জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ, প্রবীণ সাংবাদিক দেবাশীষ আচার্য্য, বিএনপি সামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লাইয়েছ, বুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারিছ তালুকদার, সংবর্ধিত হাফেজের পিতা হাফিজুল ইসলাম, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে হাফেজ মুহিবুল্লাহর প্রতিভা, পরিশ্রম এবং এই অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “হাফেজ মুহিবুল্লাহ শুধু লাখাইয়ের নয়, পুরো দেশের গর্ব। তার এই কীর্তি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, সে আগামীতেও কুরআনের খেদমতে নিজেকে সম্পৃক্ত রাখবে এবং দেশ-বিদেশে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মনর উদ্দিন মনির, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার প্রতিনিধি নিতেশ দেব, প্রেসক্লাব দপ্তর সম্পাদক সজল গোপ, সদস্য জিহাদ কামাল খোকন, এসএম জুবায়ের আহমেদ, আব্দুল হান্নান, আশিক আহমেদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ হাফেজ মুহিবুল্লাহর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।