স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে উপজেলার হরিতলা এলাকা থেকে সোনিয়া আক্তার (২৫) ও মোহাম্মদ হোসাইন (৩০) নামে দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৫১ হাজার নয়শত টাকা, ৬৯ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে সেনা সদস্যরা। অভিযানে প্রায় দেড় কেজি গাঁজা, ৩টি পাওয়ার ব্যাংক, ১টি ক্যামেরা, ৪টি দেশীয় অস্ত্র এবং ৭টি খালি ইয়াবার প্যাকেটও উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়- গ্রেফতারদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যথাযত আইনি ব্যবস্থা নেয়া হবে।