বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (সাউথ ইস্ট রিজিওন)-এর ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (সাউথ ইস্ট রিজিওন)-এর ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, বর্তমান সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সলিল বরণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ সুলতান আহমদ, সদস্য মুহিবুর রহমান, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, স্বপন রবি দাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (সাউথ ইস্ট রিজিওন)-এর ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বলেন- নবীগঞ্জ প্রেসক্লাবে আমাকে সংবর্ধনা প্রদান করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি প্রত্যাশা করি সবসময় সংবাদকর্মীরা সমাজের অসঙ্গতি, অন্যায়, অবিচার, অনিয়ম দুর্নীতি লিখনির মাধ্যমে জাতির সম্মুখে তোলে ধরবে। প্রবাসীরা বাংলাদেশে আসলে নবীগঞ্জ প্রেসক্লাবে নিমন্ত্রণ করে প্রবাসীদের সবসময় সম্মান প্রদর্শন করায় যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এজন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান এই কমিউনিটি লিডার। পরে কামরুল হাসান চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন দাতা সদস্য হিসেবে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com