নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও যুক্তরাজ্য বিএনপির সদস্য মতিউর রহমান চৌধুরীর সহযোগিতায় জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে নিহত নবীগঞ্জের শহীদ আজমত আলীর পরিবারকে ঈদ উপহার সামগ্রী তোলে দিয়েছে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও যুক্তরাজ্য বিএনপির সদস্য মতিউর রহমান চৌধুরীর সহযোগিতায় জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে নবীগঞ্জের একমাত্র শহীদ নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শহীদ আজমত আলীর পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তোলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা এস.এম.কামরান আশরাফ হিমেল, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, সদস্য তায়েম চৌধুরী প্রমুখ।