স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে শায়েস্তাগঞ্জের সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল (৪০) কে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার দুপুরে মাধবপুর সেনাবাহিনীর ক্যাম্পের সেনাসদস্যরা তাকে নতুন ব্রিজ থেকে তাকে আটক করে। সে উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মুতি মিয়ার পুত্র ও স্যাটেলাইট বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৪ আগস্ট চুনারুঘাটের একটি বৈষম্যবিরোধী মামলায় সে ৮২ নম্বর আসামি বলে জানা গেছে। তবে কাজল জানান, তিনি আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের সাথে জড়িত নন। তাকে শত্রুতাবশত এ মামলায় জড়িয়েছে। গতকাল শনিবার বিকালে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।