রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাধবপুরে ঈদে অপরাধ ঠেকাতে পুলিশের তৎপরতা বেড়েছে

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২ বা পড়া হয়েছে

 

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঈদে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সিলেট বিভাগের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। যেটি দিয়ে পুলিশ মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ করতে কৌশল নিয়েছে। এই কৌশল গ্রহন করার কারনে মাধবপুর বাস টার্মিনাল, হাট বাজারে বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আগে ঈদকে সামনে রেখে মাধবপুর বাজারে আইনশৃঙ্খলার অবনতি হত। ছিনতাই চুরি ছিল নিত্যদিনের ঘটনা।
কিন্তু বাজারে ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারির কারনে বাজার এখন অপরাধ মুক্ত। বাজারের ব্যবসায়ীরা পুলিশকে এ কাজে সব রকমের সহযোগিতা করে যাচ্ছে। মাধবপুর বাজার কমিটির ব্যবসায়ী নেতা এমরান খান জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে একটি অপরাধী চক্র খুব তৎপর দেখা যেত। বাজারে জিনিসপত্র কিনতে আসা লোকজনের টাকা পয়সা স্বর্ণালংকার চুরি ছিনতাই হয়ে যেত। নারীরা এসব অপরাধের সাথে জড়িত ছিল। কিন্তু এবার পুলিশ এসব অপরাধ রোধে আগাম প্রস্তুতি নেওয়ার কারনে কোন অপরাধ ঘটেনি। বাজারে ব্যবসায়ী নেতারা পুলিশকে সহযোগিতা করেছে। কারন মাধবপুর বাজার একটি বড় বাজার চুনারুঘাট, বিজয়নগর, নাসিরনগরসহ ৪ উপজেলার লোকজন এখানে পাইকারি ও খুচরা মালামাল ক্রয়বিক্রয় করে থাকে। আর ঈদে বাজারে মানুষের ভীড় খুব বেশি হয়। এ সুযোগে নারীর অপরাধী নানা অপরাধ করে পালিয়ে যেত। যে কারনে মাধবপুর বাজার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারনা ছিল। এখন চিত্র পাল্টেছে। ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ার বসানোর কারনে পুলিশ পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে নিতে পেরেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান- ইতিমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে। চলমান পরিস্থিতিতে মাধবপুরের আইনশৃঙ্খলা ভাল রাখতে ৪ টি ফাঁড়ি সহ থানা পুলিশের সকল সদস্য তাদের দায়িত্ব পালন করছে।কোন পুলিশ ঈদে বাড়িতে যাবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com