স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ এর পক্ষ থেকে বিভিন্ন স্থানের অন্তত ৩০টি মসজিদের এহতেকাফরত মুসল্লিদের জন্য ইফতার প্রদান করা হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত কামনা করা হয়। ইফতার বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান সর্দার এম এ মান্নান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম লিটন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।