নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুর্শি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশ ও প্রবাসীদের অর্থায়নে বাংলা বাজার মসজিদ সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আলী আজম রায়হান খাদিমের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠুর ও হাফিজুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, মাওলানা শোয়েব আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আলতাব মিয়া, নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন মেম্বার, হাসিব উল্লাহ মেম্বার, নবীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব কাজি সেলিম, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, বাছিতুর রহমান রুহেল, শাহেল আহমদ প্রিন্স, জাবির হোসেন লাল, ৩নং ইউপি বিএনপি নেতা মোশাহিদ আলী, মইনুল ইসলাম বাচ্চু, ৬নং কুর্শি ইউপি যুবদল নেতা রিপন আহমেদ, জাসাস যুগ্ম আহবায়ক মশাহিদ মিয়া, সাহেদ রহমান, জাকারিয়া শিশু, প্রবাসী মইনুল ইসলাম দুলাল, ৬নং কুর্শি ইউপি বিএনপি নেতা হায়দর মিয়া, সাবেক সাংগঠনিক ওয়ারিসুল আম্বিয়া তালুকদার, হাজী লুৎফুর রহমান, ছাদি মিয়া, মোমিন মিয়া, নাসির মিয়া, সানুর মিয়া, আমিন মিয়া তালুকদার, রহিম আহমেদ, আহমদ জনি, সোনা মিয়া, আবদাল মিয়া মেম্বার, শেখ ফয়জুল হক, লতিফ সরদার,পাতা মিয়া,আরশ মিয়া,রুমেন মিয়া, মাস্টার মুজিব মিয়া, আজাদ মিয়া প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।