স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদ, এলাকাবাসি ও বিশিষ্ট জনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বাহুলা এলাকায় সাইয়্যেদ নাসিররুদ্দীন একাডেমী মাঠে সামাজিক সংগঠন ‘হাসিমুখ সোসাইটি হবিগঞ্জ’ এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমির প্রধান শিক্ষক এস এম নাদির শাহ, সিনিয়র শিক্ষক খুর্শেদ আলী, ফজলুল কাদির ও সংগঠনের সদস্য মোশাহিদ মোরশেদ, নাসিরুল আলম, মো: ফরিদ, মোহাম্মদ বিলাস, মোহাম্মদ মাসুম, বিদ্যুৎ শাহী আলম, তোফায়েল আহমেদ রিপন, এ কে এম বদদ্দুজা রানা, সেলিম রানা, খলিলুর রহমান ইভান,মোঃ আফরোজ মিয়া, খাইরুল ইসলাম টিটু, মোহাম্মদ উজ্জল মিয়া, মনু মিয়া, রাতুল, হৃদয়, রাজা, প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সালেহ আহমেদ বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্টদের ধ্বংস করা দেশটাক সকলে মিলেমিশে আবার গড়ে তোলতে হবে। এ জন্য আমরা আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত ১৪ বছর ধরে সংগঠনটি আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে যা প্রশংসার দাবীদার রাখে। পরে ফিলিস্তিনীসহ সকলধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ মোনজাত করা হয়। উল্লেখ্য, হাসিমুখ সোসাইটি হবিগঞ্জ বিগত ২০১০ সাল থেকে প্রতি বছর অন্তত ২০ থেকে ২৫টি এতিম খানা মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণসহ আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের কার্যাক্রম চলমান থাকবে বলে সংগঠনের সংশ্লিষ্টরা জানিয়েছেন।