স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো জনবহুল এলাকা থেকে মোটর সাইকেল চুরি হচ্ছে। চোরদের টার্গেট হচ্ছে শপিং মল, হাসপাতাল, আদালত-ডিসি অফিসসহ জনবহুল এলাকা। তাদের হাত থেকে পুলিশ-সাংবাদিক-আইনজীবীসহ কেউই রেহাই পাচ্ছে না। গত ১ বছরে ডিসি অফিস-চীফ জুডিসিয়াল আদালত এলাকা, হাসপাতাল, এসপি অফিসসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হয়েছে। তবে ৫-৬টির বেশি কোনো মোটর সাইকেল উদ্ধার হয়নি। অনেক জিডি-মামলা, থানায় পড়ে থাকলেও এগুলো নিষ্পত্তি হয়নি। তবে পুলিশ চোরের দলকে ধরলেও জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো কোনো মোটর সাইকেল উদ্ধার হয়। আবার কোনো কোনো সাইকেল উদ্ধার হয় না। আবার চোর জামিনে বেরিয়ে এসে ফের একই অপরাধে জড়িয়ে পড়ে। কোনো অবস্থাতেই পুলিশ তাদেরকে দমন করতে পারছে না। গত বৃহস্পতিবার শহর থেকে একটি এপাচি মোটর সাইকেল চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে এসআই ওয়াহেদ গাজী, সাইফুল ইসলামসহ পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে সদর উপজেলার রাজিউড়া থেকে চোরসহ মোটর সাইকেলটি উদ্ধার করেন। তাদের ১২ ঘন্টার অভিযানে মোটর সাইকেল উদ্ধারে শহরবাসী সাধুবাদ জানান। আটক চোর দরিয়াপুর গ্রামের ছলিম মিয়ার পুত্র সায়েম হাসান (২২)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। তার সাথে আর কারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।