স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ১১ কেজি গাঁজাসহ ইয়াসিন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের রুহুল আমিনের পুত্র। গত বৃহস্পতিবার সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ এ বিষয়ে বাদী হয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।