নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। গত বুধবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে সকাল ৫টা ৫০ মিনিটে নবীগঞ্জ শহরের স্মৃতিসৌধ প্রাঙ্গনে শহীদদের সম্মানে প্রথমে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সরকারি অফিস, পেশাজীবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদুউজ্জামান রশিদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার খান, বীর মুক্তিযোদ্ধা জাহিদ আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এছাড়াও দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।