নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে পর্তুগাল প্রবাসী মোঃ নজরুল ইসলামের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পর্তুগাল প্রবাসী মোঃ নজরুল ইসলামের নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে পর্তুগাল প্রবাসী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আশরাফ আলী, দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও ইসলামী ব্যাংক আউশকান্দি আউটলেটের ইনচার্জ আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ, সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আক্কাস মোল্লা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, আদ্বদ্বীন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারেকুল ইসলাম, আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখক এম.এ আলী, পর্তুগাল প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার তারেক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল হোসেন জসীম, আউশকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আহমেদ, নবীগঞ্জ প্রেসকাবের সদস্য নিজামুল হক চৌধুরী, জুয়েল আহমদসহ নবীগঞ্জ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বক্তব্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী- সমাজকে পরিবর্তন করতে হলে কুরআনের আইন এই সমাজে বাস্তবায়ন করতে হবে, দেশ গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নবীগঞ্জ- বাহুবলকে সমৃদ্ধ করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।