নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ্ মোজাম্মেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়ায় হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর বাড়িতে গজনাইপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, উপজেলা বিএনপির সদস্য গোলাম ইজদানী শামীম, শাহ মোস্তাকিম, পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জামাল, পৌর বিএনপি নেতা সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, বড় ভাকৈর পশ্চিম
ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, পানিউমদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুয়েল আহমেদ সুসেল, কুর্শি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ খান, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ, সুহেল আহমদ চৌধুরী রিপন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, হুসাইন আহমেদ, মুজিবুর রহমান, আহাদ মিয়া, আতিকুর রহমান, ইছমত মিয়া, জিসাসের সম্পাদক মুহিত মিয়া, রোকন আহমেদ, ছাদিকুর রহমান, হোসেন আহমেদ, সেকুল আহমেদ, উসমান মিয়া, সাকিল আহমেদ, রুশেল আহমেদ, আলামিন আহমেদ, গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ এলিম, সাকিল আহমদ প্রমুখ। ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু¯’তা কামনায় মোনাজাত করা হয়।