শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুনের বিরুদ্ধে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান করিমপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা বিএনপি নেতা শাহ্ মোজ্জামেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মাধবপুরে ঈদে অপরাধ ঠেকাতে পুলিশের তৎপরতা বেড়েছে বিএনপি নেতা সালেহ আহমদের পক্ষ থেকে এহতেকাফরত ৩০টি মসজিদের মুসল্লিদের জন্য ইফতার প্রদান নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সালেহ আহমেদ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নয়া কমিটি

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২৫ রমজান। মাসগুলোর মধ্যে রমজান শ্রেষ্ঠত্ব লাভকরেছে কোরান নাজিলের কারণে। আল্লাহ্ জাল্লাশানুহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়াহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার হতে বের করে আলোতে আনতে পারেন (সূরা ইব্রাহিম ঃ আয়াত-১)। কোরান মজিদ আল্লাহর কালাম যা সংরক্ষিত লওহ্ মাহফুজে। প্রিয় নবী (সাঃ) এর নিকট কোরান মজিদ ওহি আকারে ২৩ বছর ধরে অংশে অংশে নাজিল হয়, যার সূচনা হয় লায়লাতুল কদরে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন, (হে রাসূল) আমি কোরান নাজিল করেছি খন্ড খন্ডভাবে যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন এবং আমি তা ক্রমশ নাজিল করেছি। (সূরা বনী ইসরাইল ঃ আয়াত ১০৬) আল্লাহ্ জাল্লাশানুহু কোরান মজিদ সম্পর্কে ইরশাদ করেন- আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়। সুতরাং এর অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন করা (সূরা আন’আম ঃ আয়াত ১৫৫)। এখানে উল্লেখ্য যে, মাহে রমজানের সিয়ামকে আল্লাহ জাল্লাশানুহু ফরজ করেছেন এই জন্য যাতে মানুষ সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। ইলমে তাসাউফে দায়বায়ে হকিকতে কোরান শীর্ষক সবকযোগ্য পীরের নিকট হতে গ্রহণ করে রপ্ত করতে পারলে কোরানের সামগ্রিক আলোয় উদ্ভাসিত হওয়া সম্ভব হয়। যুগশ্রেষ্ঠ সূফী কুতবুল আলম হযরত মাওলানা শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলায়হি বলেছেন ঃ কোরানের নূর হককে প্রস্ফুটিত সুপ্রতিষ্ঠিত করে, আর বাতিলকে ধ্বংস করে। হাদিস শরীফে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরান মজিদের প্রতিটি হরফ, আয়াত, সূরা প্রভৃতির জাহিরী অর্থ যেমন আছে তেমনি বাতিনী অর্থও আছে। হাদিস শরীফে আছে যে, কোরানের একটি হরফ তিলাওয়াত করলে ১০টি সওয়াব লাভ করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com