স্টাফ রিপোর্টার ॥ নানা অজুহাতে হবিগঞ্জ বিআরটিএ অফিসে চলছে রমরমা বাণিজ্য। এর পেছনে কাজছে একটি দালাল চক্র। সহযোগি হিসেবে কাজ করছে বিআরটিএ অফিসের কতেক কর্মকর্তা-কর্মচারী।
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, লাইসেন্স করতে গেলে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা লোকজন। সকল কিছু অনলাইনে হলেও দালালের ইঙ্গিত ছাড়া নানা অজুহাতে ফাইল আটকা পড়ে।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না দেয়ার বিধান থাকলেও যোগাযোগের মাধ্যমে লার্নার (শিক্ষানবিশ) কার্ডধারীদের নিয়মিতই রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার নাম করেও নেয়া হচ্ছে বাড়তি সুবিধা। চুক্তিমতো বিনিময় না হলে পরীক্ষায় ফেইল দেখানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীর অভিযোগ, গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স নিতে তাদের খুশি করতে হয়। নতুবা ভোগান্তির শেষ নেই। মাধ্যম দালাল হলে গাড়ীর ফিটনেসসহ যে কোন সমস্যা দ্রুত সমাধান হয়।
হবিগঞ্জ বিআরটিএ অফিসে কয়েকদিন ঘুরে দেখা গেছে, বাস, মিনিবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, হায়েসসহ বিভিন্ন যানবাহন প্রতিদিন ৪০ থেকে ৫০টি গাড়ীর ফিটনেস সার্টিফিকেট দেয়া হয়।
হবিগঞ্জ বিআরটিএ অফিস থেকে দালালদের দৌরাত্ম ও বাণিজ্য বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান ভুক্তভোগীরা।