স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের উত্তরশিক গ্রামের সাবের হোসেনের বাগান থেকে বিবস্ত্র অবস্থায় পয়ত্রিশোর্ধ্ব এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আকাশি গাছের বাগানের ভেতরে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে এসআই অঞ্জন কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে লাশের পাশে কয়েকটি বিড়ি, ম্যাচ, লাচ্ছি, কয়েকটি ছুরি পাওয়া যায়। এ রিপোর্ট লেখাকালে লাশের পরিচায় মিলেনি। ওসি আব্দুল্লা আল মামুন জানান, কিভাবে মারা গেছে, তদন্ত চলছে। পিবিআই পরিচয় সনাক্তের চেষ্টা করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।