আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এলাকায় ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি শহরের বাসস্ট্যান্ডের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন। তিনি ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে মটর চালিত রিক্সার সংখ্যা নির্ধারণ করতে এবং বৈধভাবে নাম্বার প্লেইট প্রদান করতে পৌরসভাকে পরামর্শ দেন। এছাড়াও অবৈধ টমটম অথবা মটর চালিত রিক্সা শহরে চলাচল বন্ধ করতে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। সভায় শহরে যান চলাচলে ট্রাফিক আইন প্রয়োগ করে শৃংখলা ফিরে আনার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, পৌর মূখ্য নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, ট্রফিক পরিদর্শক মোঃ জাকির, বিবাড়িয়া দিগন্ত পরিবহনের প্রতিনিধি গোলাপ খাঁন, হবিগঞ্জ দিগন্ত পরিবহনের প্রতিনিধি মোঃ শামীম খাঁ, সিলেট বিরতিহীন পরিবহনের প্রতিনিধি মোঃ কুদ্দুস মিয়া, ট্রাক লরি সমিতি সভাপতি বাদল মিয়া, বিআরটিসি পরিবহনের জাহেদ মিয়া, ঢাকা দিগন্ত পরিবহনের সোহেল মিয়া, সিএনজি অটোরিকশা জাহিদ পাঠান,আল মোবারক পরিবহনের লিটন পাঠান, মর্ডান পরিবহনের ফজর আলী, মিতালী পরিবহনের প্রতিনিধি শিপন, মেক্সি পরিবহনের প্রতিনিধি লিটন পাঠান সহ প্রমুখ।