স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নতুনব্রিজ ভলগেলাইজিং দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছে।